আজকাল ওয়েবডেস্ক: বন্ধু হোক বা সঙ্গী, বা পরিবার, মনোমালিন্য তো লেগেই থাকে। শুধু কী তাই, অফিসে সহকর্মীদের সঙ্গেও অনেক সময় মতের অমিল হয়। তখনই মনে হতে পারে, মানুষ চেনা মুশকিল। এই অনুভূতির মধ্যে দিয়ে সকলেই গিয়েছেন কম বেশি। কেমন হতো, যদি দেখেই চেনা যেত পাশের মানুষটাকে? থেরাপিস্টের মতে, অনেক সময় খাবার খাওয়ার ধরন বলে দেয় মানুষের ব্যক্তিত্ব কেমন হতে পারে। মানুষ চিনতে পারার ক্ষেত্রে কিছুটা হলেও কার্যকরী হতে পারে এই উপায়।
১. স্লো ইটার- খুব আস্তে আস্তে সময় নিয়ে খেতে পছন্দ করেন এই ধরনের মানুষরা। খাবার উপভোগ করেন। সেই সময়ে গসিপ করতেও পছন্দ করেন। এবং রিল্যাক্স থাকেন। এই ধরনের মানুষরা লোক দেখানো কাজ পছন্দ করেন না। এরা লিডারশিপ পছন্দ করেন। বার্ন আউট পছন্দ করেন না এরা।
২. ফাস্ট ইটার - অন্যেরা খাবার শেষ করার আগেই এরা খেয়ে নেন। চরিত্রের দিক থেকে এরা ক্ষুধার্ত- অর্থাৎ কেরিয়ারের দিক থেকে এরা উচ্চাকাঙ্খী হন। সময়ের গুরুত্ব দেন, কিন্তু অনেক সময় জীবনের ছোট ছোট আনন্দ থেকে বঞ্চিত থাকেন।
৩. কিউরিয়াস ইটার- এই ব্যক্তিরা সব সময় নতুন খাবার খেতে পছন্দ করেন। কৌতূহলী থাকেন নতুন কিছুর জন্য। খাবার খাওয়াকে তাঁরা একটি মজার কার্যকলাপ মনে করেন। চারিত্রিক দিক থেকে এরা ঝুঁকি নিতে এবং ভাল সময় কাটাতে পছন্দ করে।
৪. পিকি ইটার - অর্থাৎ বেছে খেতে পছন্দ করেন যাঁরা। এরা নিজেদের পছন্দ এবং অপছন্দের খাবার সম্পর্কে নিশ্চিত । এরা খুব একটা বেশি এক্সপেরিমেন্ট পছন্দ করেন না।এই ধরণের মানুষরা বুদ্ধিমান হন, জীবনের চলার পথ নিয়ে আগে থেকেই পরিকল্পনা করে রাখতে পছন্দ করেন।
১. স্লো ইটার- খুব আস্তে আস্তে সময় নিয়ে খেতে পছন্দ করেন এই ধরনের মানুষরা। খাবার উপভোগ করেন। সেই সময়ে গসিপ করতেও পছন্দ করেন। এবং রিল্যাক্স থাকেন। এই ধরনের মানুষরা লোক দেখানো কাজ পছন্দ করেন না। এরা লিডারশিপ পছন্দ করেন। বার্ন আউট পছন্দ করেন না এরা।
২. ফাস্ট ইটার - অন্যেরা খাবার শেষ করার আগেই এরা খেয়ে নেন। চরিত্রের দিক থেকে এরা ক্ষুধার্ত- অর্থাৎ কেরিয়ারের দিক থেকে এরা উচ্চাকাঙ্খী হন। সময়ের গুরুত্ব দেন, কিন্তু অনেক সময় জীবনের ছোট ছোট আনন্দ থেকে বঞ্চিত থাকেন।
৩. কিউরিয়াস ইটার- এই ব্যক্তিরা সব সময় নতুন খাবার খেতে পছন্দ করেন। কৌতূহলী থাকেন নতুন কিছুর জন্য। খাবার খাওয়াকে তাঁরা একটি মজার কার্যকলাপ মনে করেন। চারিত্রিক দিক থেকে এরা ঝুঁকি নিতে এবং ভাল সময় কাটাতে পছন্দ করে।
৪. পিকি ইটার - অর্থাৎ বেছে খেতে পছন্দ করেন যাঁরা। এরা নিজেদের পছন্দ এবং অপছন্দের খাবার সম্পর্কে নিশ্চিত । এরা খুব একটা বেশি এক্সপেরিমেন্ট পছন্দ করেন না।এই ধরণের মানুষরা বুদ্ধিমান হন, জীবনের চলার পথ নিয়ে আগে থেকেই পরিকল্পনা করে রাখতে পছন্দ করেন।
